রাউজান ক্লাব যাকাত তহবিলের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

সম্প্রতি রাউজান ক্লাবের উদ্যোগে রাউজান ক্লাব যাকাত তহবিলের পক্ষ থেকে পাহাড়তলী চৌমূহনী এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে ১৫ বান ঢেউটিন বিতরণ অনুষ্ঠান ক্লাব সভাপতি ডাঃ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মেঘনা পেট্রোলিয়ামের সাবেক ব্যবস্থাপক ও রাউজান ক্লাব দাতা সদস্য এ কে এম আকতার কামাল, ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন বাবুল, সহসম্পাদক এস এম জাফর চৌধুরী, মোহাম্মদ খোরশেদুল আলম, নির্বাহী সদস্য হানিফ চৌধুরী মাসুম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সামশুদ্দোহা, সহঅর্থ সম্পাদক মোহাম্মদ ইমরান, দপ্তর সম্পাদক রিদোয়ান চৌধুরী রুবেল, আরিফ মঈনুদ্দিন, খোরশেদ আলম চৌধুরী, ছমিউদ্দিন নিজাম, শেখ তৌকির আহমেদ, ক্লাব কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন, মোঃ নাছির উদ্দিন, মোহাম্মদ মোজাহেদুল আলম, মোহাম্মদ জাহেদুল আলম, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ আশরাফ উদ্দিন, ক্লাবের সাবেক সভাপতি মাস্টার আজাদ খান, সাদমান চৌধুরী, মোকতার মাহমুদ আহনাফ, মিজানুর রহমান, এমদাদ হোসেন, আবু তৈয়ব, মোরশেদ আলম প্রমুখ। বক্তরা বলেন, যাকাত কোন করুণা নয়, এটা গরিবের হক। তাই বিত্তবানদের উচিত যথাযথভাবে যাকাত আদায় করে দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইলম ও ইশকে মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় আলিম-মরিয়ম হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও মাহফিল