রাউজান ক্লাব যাকাত তহবিলের ঢেউ টিন বিতরণ

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

রাউজানের মানবিক সংগঠন রাউজান ক্লাব যাকাত তহবিলের উদ্যোগে রাউজানের বিভিন্ন এলাকার দুস্থ মানুষের মাঝে সেলাই মেশিন, ঢেউ টিন, বিবাহ, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতা প্রদান অনুষ্ঠান ডা. মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন বাবুল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ হারুন, সহসভাপতি আব্দুল ওয়াহেদ চৌধুরী, নির্বাহী সদস্য হানিফ চৌধুরী মাসুম, এস এম জাফর চৌধুরী, মোহাম্মদ শামসুদ্দোহা, মোহাম্মদ রায়হান, রিদোয়ান চৌধুরী রুবেল, মোহাম্মদ মহসীন আলী, মো. মামুনুর রশিদ চৌধুরী, মো. ইমরান হোসেন, শফি সিকদার, মো. শওকত হোসেন, নাছির উদ্দিন, সাগের হোসেন।

বক্তারা বলেন, যাকাত কোন করুণা নয় বরং এটা গরিবের হক। রমজান মাসে বিত্তবানদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে বছরব্যাপী প্রকৃত অসহায় মানুষদের থেকে আবেদন সংগ্রহ করে স্ক্রিনিং করে সহযোগিতা করা হয়ে থাকে। ইনশাআল্লাহ রাউজান ক্লাব যাকাত তহবিলের মাধ্যমে আগামীতে দারিদ্র বিমোচনে কাজ করে যাবে এই প্রত্যয় ব্যক্ত করেন। এতে ১ লক্ষ ৬০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে হেফাজতে ইসলামের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রানারআপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়