রাউজান ও রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রবাসে ফেরত যাওয়া হল না মোরশেদের

রাউজান ও রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৪ পূর্বাহ্ণ

রাউজান ও রাঙ্গুনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাউজানে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোরশেদ আলম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। অপরদিকে রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় আপন দাশ (১৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
আমাদের রাউজান প্রতিনিধি জানান, বুধবার বিকেলে কাপ্তাই সড়কের রাউজান মাইজ্জ্যামিয়ার ঘাটার কাছে এক দুর্ঘটনায় মারা যান মোরশেদ আলম (৩০) নামের এক প্রবাসফেরত যুবক। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার বন্ধু তৌহিদুল আলম সুমন (২৮)। তারা দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন। উরকিরচর ইউনিয়নের মাইজ্জ্যামিয়ার ঘাটা অতিক্রমকালে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রাণ
হারায় প্রবাসী মোরশেদ। নিহত মোরশেদ রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র। আহত তৌহিদুল ইসলাম সুমন একই এলাকার আজিজির রহমানের পুত্র। নিহতের অত্মীয় বাবর উদ্দিন জানায়, মোরশেদ প্রবাস থেকে এসে করোনাকালে বিভিন্ন সংকটে পড়ে আর যেতে পারেনি। আগামী মাসের প্রথম দিকে প্রবাসে ফিরতে বিমান টিকেট নিশ্চিত করার চেষ্টা করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। আহত যুবককে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।
এদিকে রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, ট্রাকের ধাক্কায় আপন দাশ (১৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার রোয়াজারহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আপন রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের মৃদুল দাশের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিহত আপন দাশ রাঙ্গুনিয়া থানা সদর এলাকার একটি গ্রিল ওয়ার্কশপের দোকানে কাজ করত। এদিন বিকেলে একটি পার্টস আনতে বাইসাইকেল চালিয়ে রোয়াজারহাটে যাচ্ছিল সে। এসময় পেছন দিক থেকে আসা একটি ইটবোঝাই বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় ঘাতক ট্রাকটিকেও জব্দ করেছে পুলিশ।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদুই হাকিমকে ফের ব্যাখ্যা দিতে হবে
পরবর্তী নিবন্ধতৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস এখন থেকে সপ্তাহে দুদিন