রাউজান ও চন্দনাইশে আগুনে পুড়ল ৩ বসতঘর

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

রাউজান ও চন্দনাইশে পৃথক অগ্নিকাণ্ডে ৩ টি বসতঘর ভস্মীভূত হয়েছে। রাউজান প্রতিনিধি জানান, পৌরসভার ৬নং ওয়ার্ডে চিন্তা মনি দাশের বাড়ির রবি দাশের ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। রাউজান দমকল বাহিনীর কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় একটি ঘর পুড়ে গেলেও রক্ষা পেয়েছে ১০ লাখ টাকার সম্পদ। সংবাদ পেয়ে রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। চন্দনাইশ প্রতিনিধি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ২টি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড চন্দনাইশ হাসপাতালের পার্শ্ববর্তী পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার সময় বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে আগুনের সূত্রপাত হয়ে কুন্তল বড়ুয়া ও অঞ্জু বড়ুয়ার ভাড়া ঘরে আগুন লাগে। এ সময় দুটি বসতঘরই তালাবদ্ধ ছিল। এতে ঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাব ও মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধমহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দুলালের স্ত্রীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় যুবকের আত্মহত্যা