আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজান উপজেলা শাখার শান্তি সমাবেশ গতকাল জলিলনগরে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত গণহত্যার দ্রুত বিচার, ইসলামি স্থাপনা সুরক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা ও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান।
কমিটির আহবায়ক অধ্যক্ষ আল্লামা আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে ও কাজী মাওলানা শফিউল আজম, মাছুমুর রশিদ কাদেরী ও রবিউল হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জামেয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার শায়েখুল হাদিস হাফেজ আল্লামা সোলাইমান আনসারী, অধ্যক্ষ তৈয়ব আলী, গোলামুর রহমান আশরাফ শাহ, অধ্যক্ষ আবু তাহের, মুফতি ইব্রাহিম হানেফী, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা, সৈয়্যদ হাসান আযাহারী, মুহাম্মদ জয়নাল আবেদীন কাদেরি, মাওলানা সিরাজুল ইসলাম চিশতী, অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরী, রাশেদুল ইসলাম, মাওলানা এস এম ইদ্রিস আনসারী, স.ম জাফর উল্লাহ, মাওলানা সৈয়দ আইয়ুব বদরী, মাওলানা সেকান্দর হোসাইন, মুহাম্মদ আবু বক্কর সওদাগর, এস এম ইয়াছিন হোসাইন, মাওলানা আহমদ হোসাইন, অধ্যাপক জামাল উদ্দিন, শামসুল আলম হেলালী, মাস্টার নুর নবী, মাওলানা মাহবুবুর রহমান হাবীবি, জিল্লুর রহমান হাবীবি, শামসুল আলম নঈমী, মাওলানা আবুল কাশেম রেজবী, শফিউল আলম আজীজি, ইউনুস মিয়া কোম্পানি প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষাভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে।
কর্ণফুলী উপজেলা, আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত : কর্ণফুলী উপজেলা, আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত আয়োজিত শান্তি ও সমপ্রীতি সমাবেশ অধ্যক্ষ আল্লামা হাসান রেজভীর সভাপতিত্বে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে উদ্ধোধক ছিলেন রাজনীতিক আল্লামা এম এ মাবুদ।
প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত মহানগর সভাপতি আল্লামা শাহ নুর মোহাম্মদ আল–কাদেরি। বিশেষ অতিথি ছিলেন হাফেজ নাসির। প্রধান বক্তা ছিলেন মাওলানা আবু ছাদেক রেজভী। সংগঠক হাবিবুল মোস্তফা ছিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ অহিদুল্লাহ সিরাজি, মাওলানা ইকরাম, মুনির সিরাজী, চরলক্ষ্যা প্রতিনিধি মাওলানা সরওয়ার আলম, চরপাথরঘাটা হতে মাওলানা কামরুল ইসলাম, শিকলবাহা হতে মাওলানা জামিল, বড়উঠান হতে মাওলানা ইমরান, যুবনেতা আবদুল করিম, ছাত্রনেতা নাঈম উদ্দীন, কুরআন তেলাওয়াত করেন ক্বারী ফোরকান, নাতে রাসুল (দ.) পেশ করেন শায়ের নুরুল্লাহ মাহির।
সমাবেশ শেষে এক মিছিল বের করা হয়। সমাবেশে বক্তারা বলেন, কিছু ছাত্র–ছাত্রী কতৃক দেশব্যাপী স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা ও লাঞ্চিত করা এবং মসজিদ মাদরাসা দখল করে এক শ্রেণির নামধারী মুসলমান দেশে নতুন করে একটি অরাজগতা সৃষ্টির পায়তারা করছে। যা জাতির জন্য কলংকও বটে। বক্তারা অবিলম্বে এহেন জগন্যতম কর্যকলাপ বন্ধে অন্তর্বর্তিকালীন সরকার ও ছাত্র সমাজকে এগিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।