রাউজান এয়াছিনশাহ পাবলিক কলেজে বিদায় অনুষ্ঠান

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল মঙ্গলবার দুপুরে একে এম ফজলুল কবির চৌধুরী হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীর উদ্দেশ্যে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী।

তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি একে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, প্রত্যেক শিক্ষার্থীদের মেধা অর্জনের পাশাপাশি নীতিনৈতিকতার প্রতি সজাগ থাকতে হবে। হতে হবে ভদ্র, বিনয়ী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, কলেজ কমিটির সদস্য এস এম বাবর, পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুল আলম। বক্তব্য রাখেন মো. সাইফুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক বিকিরণ বড়ুয়া, মুহাম্মদ আবদুল মান্নান, মো. বজলুর রহমান, মো. আবদুল জাব্বার, মো. লোকমান সিকদার, প্রভাষক মঈনুল আমিন আশিক প্রমুখ। উপজেলা চেয়ারম্যান শতাধিক শিক্ষার্থীর হাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড উপকূল থেকে তরুণের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি