হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজের অফিস সহায়ক মোহাম্মদ রেজাউল করিমের শেষ কর্মদিবস উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড. নূ কু ম আকবর হোসেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মন্নান। জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ হেফাজতুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ লোকমান সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ মঈনুল আমীন আশিক ও অফিস কর্মকর্তা মাওলানা এম বেলাল উদ্দীন। মানপত্র পাঠ করেন যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক মোছা নিলুফার ইয়াছমিন। অনুভূতি প্রকাশ করেন বিদায়ী অফিস সহায়ক মোহাম্মদ রেজাউল করিম ও তাঁর বড় ছেলে মোহাম্মদ মারুফ উদ্দীন। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠে অংশ নেয় রিফাতুল ইসলাম, তুলি চন্দ ও রীমু বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












