রাউজান আদ্যাপীঠে শীতবস্ত্র বিতরণ ১৬ ডিসেম্বর

| সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ৬:১৬ পূর্বাহ্ণ

আগামী ১৬ ডিসেম্বর রাউজান আদ্যাপীঠে শ্রীশ্রী অন্নদাঠাকুরের ১৩০তম আবির্ভাব উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ মহানাম সংকীর্তন এবং শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও করোনা ভাইরাস থেকে মুক্তির প্রার্থনা করবেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। সকাল ১১টায় শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে মুকে মাস্ক পরে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ পরিচালনা পরিষদের সভাপতি দিলীপ কুমার মজুমদার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, উৎসব উদযাপন কমিটির সভাপতি রূপেশ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক বিশ্বজিত চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুন্নীয়তের প্রসারে আল্লামা হাবিবুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ