রাউজান উপজেলার উত্তর গুজরাস্থ আদ্যাপীঠে শ্রীশ্রী অন্নদাঠাকুরের ১৩৫তম আবির্ভাব উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা গত ২৯ নভেম্বর নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টি বরুন মজুমদারের সভাপতিত্বে ও উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কান্তি করের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আদ্যাপীঠ ট্রাস্টি বোর্ডের সদস্য কাঞ্চন তালুকদার।
আশীর্বাদক ছিলেন আদ্যাপীঠের প্রধান পূজারী তপন চক্রবর্তী। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী। আরো বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সাবেক সভাপতি অনিল বিশ্বাস, মাস্টার সুপক বিশ্বাস, সাবেক সভাপতি কাজল কর, দীপাল মজুমদার, উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ চক্তবর্তী, মতিমান বিশ্বাস, সাবেক সভাপতি রুপেস বিশ্বাস, বাবলা মজুমদার, লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের সাধারণ সম্পাদক লায়ন শিমুল নন্দী, সাবেক সাধারণ সম্পাদক শিবু খাস্তগীর, তরুণ মজুমদার, অর্থ সম্পাদক তপন বিশ্বাস, পরিতোষ চক্রবর্তী, রাজন সেন, সুরঞ্জিত চৌধুরী, বিপ্লব বিশ্বাস, পল্লব বিশ্বাস, পবন বিশ্বাস, দীপন বিশ্বাস, মাস্টার বিজয় বিশ্বাস, সত্যজিৎ চক্রবর্তী, প্রিন্স চৌধুরী শুভ, অন্তু বিশ্বাস, জনি চক্রবর্তী, বিষ্ণু মূহুরী। সভায় আগামী ১১ ডিসেম্বর থেকে তিনদিনব্যাপী উৎসব উপলক্ষে গীতাপাঠ, চণ্ডীপাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনে সবার সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










