চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে করে আসা যাত্রী মোহাম্মদ আলীর (৩২) লাগেজে রাখা রাইস কুকার ভেঙে বিশেষ কায়দায় লুকানো তিনটি বার উদ্ধার করা হয়। আলী হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের চিকনদণ্ডি ৫ নং ওয়ার্ডের মোহাম্মদ মুসার ছেলে।
বিমানবন্দরে দায়িত্বে থাকা চট্টগ্রাম কাস্টমসের উপ–কমিশনার আহসান উল্লাহ জানান, গতকাল সকাল ৭টা ২৪ মিনিটে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আলীর লাগেজ স্ক্যানিং করে অবৈধ পণ্যের উপস্থিতি পাওয়া যায়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে লাগেজে রাখা রাইস কুকার ভেঙে বিশেষ কায়দায় লুকানো তিনটি বার উদ্ধার করা হয়। বার তিনটির ওজন ১ কেজি ৭০০ গ্রাম। বারগুলোতে ২৪ ক্যারেটের স্বর্ণ রয়েছে। কয়েকটি বারকে কমপ্যাক্ট করে একটি বার বানানো হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে একশ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার এসব সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। আটক আলীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন।