রাইফেল ক্লাব ভবনে ইউসিবিতে আগুন

শর্ট সার্কিট থেকে এ ঘটনা বলে ধারণা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ মার্চ, ২০২৪ at ৪:৩৩ পূর্বাহ্ণ

নগরীর আমতলের রাইফেল ক্লাব ভবনের নিচের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধা ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি এবং ক্ষতির পরিমাণও তাৎক্ষণিক জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট সিলিংয়ে আগুন লাগলে এ ঘটনা ঘটে।

আগুন লাগার খবরে আশেপাশে আতংক ছড়িয়ে পড়ে। জড়ো হয় উৎসুক জনতাও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন, আগ্রাবাদ, চন্দনপুরাসহ আশেপাশের ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা) আগুন নির্বাপণের কাজ পুরোপুরি শেষ হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কট্রোল রুম।

সরেজমিনে দেখা গেছে, আগুন নেই, ভবন থেকে বের হচ্ছে কেবল ধোঁয়া আর ধোঁয়া। এ কারণে ফায়ার ফাইটারদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বেশ। কন্ট্রোল রুম জানিয়েছে, ঠিক কিসে থেকে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না। তদন্ত করে এ বিষয়ে পরে বলা যাবে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলী আজাদীকে বলেন, প্রথমে সিলিংয়ে আগুন লাগে। এরপর তা চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা হাজির হয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে পুরোপুরি নির্বাপণ হতে একটু সময় লাগবে। তিনি বলেন, রাইফেল ক্লাব ভবনসহ আশেপাশের ভবনগুলো বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইলেকট্রনিকস এর বিভিন্ন মালামাল বিকিকিনির জন্য দোকানগুলো বেশ সুপরিচিত। আগুন লাগার খবর পেয়ে আশেপাশের দোকান মালিকরাও ছুটে আসেন ঘটনাস্থলে।

ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড হারুন আজাদীকে বলেন, আগুন দেখার সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি ফায়ার সার্ভিসকেও জানানো হয়। শর্ট সার্কিট থেকে মনে হচ্ছে আগুন লেগেছে। তিনি বলেন, শনিবার বন্ধের দিন হওয়ায় ব্যাংক বন্ধ ছিল। তবে দিনের বেলা ব্যাংকের ভেতরে ডেকোরেশনের কাজ হয়েছিল। চারটার দিকে শ্রমিকরা চলে যায়।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম জোন২ এর উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আজাদীকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তা এখনই বলা যাচ্ছে না। আমরা আগুন নিয়ন্ত্রণ করেছি। তবে পুরোপুরি নির্বাপণ এখনো বাকি। ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং তদন্ত করে ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে জলদস্যুদের গুলি
পরবর্তী নিবন্ধচল, চাই আই