কোম্পানিগুলোর কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে আনা, পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে আজ মঙ্গলবার সারা দেশে ধর্মঘট ডেকেছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারের গাড়িচালকরা। ‘অ্যাপ বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ’ সংগঠনের ব্যানারে এই কর্মসচি আহ্বান করা হয়েছে।
তারা ধর্মঘট করলেও আজ উবার, পাঠাওয়ের মতো অ্যাপে গাড়ি কিংবা মোটর সাইকেল পেতে ভোগান্তিতে পড়তে হবে নগরবাসীকে; যদিও অনেক ব্যক্তিগত গাড়ি রাইড শেয়ারে চলে বলে চালকদের সংঘবদ্ধ হওয়ার নজির দেশে এখনও তেমন চোখে পড়েনি।
কর্মসূচি আহ্বানকারীদের ছয় দফার মধ্যে রয়েছে, রাইড শেয়ারিং চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান, রাইড শেয়ারিংয়ের কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ, ঢাকাসহ বড় শহরগুলোতে রাইড শেয়ারিং যানবাহন দাঁড়ানোর জায়গা বরাদ্দ, পুলিশি হয়রানি বন্ধ, রাইড শেয়ারিংয়ে তালিকাভুক্ত যানবাহনগুলোকে অগ্রিম আয়করের বাইরে রাখা এবং গত বছর রাইড শেয়ারিং যানবাহনের কাছ থেকে আদায়কৃত অগ্রিম আয়কর মালিকদের ফেরত দেওয়া।
নিজের বাইকে আগুন দিয়ে ভাইরাল : রাস্তার ওপর জ্বলন্ত মোটরসাইকেলের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে এক ব্যক্তি নিজের মোটরসাইকেলের নিজেই আগুন দিয়েছেন। ছড়িয়ে পড়া ফেইসবুক পোস্টে বলা হচ্ছে, ওই ব্যক্তির নাম শওকত আলম সোহেল। গতকাল সকালে বাড্ডা লিংক রোড এলাকায় নিজের মোটর সাইকেলে তিনি আগুন ধরিয়ে দেন।
ভাইরাল ভিডিওতে একটি লাল মোটর সাইকেল আগুনে জ্বলতে দেখা যায়। এ সময় পাঞ্জাবি পরা ওই ব্যক্তি হেলমেটসহ আরো কিছু জিনিস সেই আগুনে নিক্ষেপ করেন। এ সময় সেখানে দুজন পুলিশ সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি পুলিশসহ আগুন নেভাতে আসা লোকজনকে বারবার বলছিলেন, এদিকে আসবেন না। তাকে উত্তেজিত হয়ে বিভিন্ন কথা বলতে শোনা যায় ভিডিওতে। এ সময় উপস্থিত লোকদের কেউ বলছিলেন, মাথা ঠাণ্ডা করেন ভাই।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান বলেন, সকালবেলায় অফিস টাইমে গুলশান বাড্ডা লিংক রোড মোড়ে ওই ব্যক্তিসহ কয়েকজন বাইক পার্ক করে রেখেছিলেন। সে কারণে সেখানে যান চলাচলে সমস্যা হচ্ছিল। পুলিশ রং পার্কিংয়ের অভিযোগে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেয়। মামলা দেওয়ার পর ওই ব্যক্তি উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটান।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমরা বিষয়টা তদন্ত করছি। তবে এ ঘটনায় কোনো মামলা বা জিডি হয়নি।