সিজেকেএস সিডিএফএ অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগে প্রথম জয় পেয়েছে কল্লোল সংঘ। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় কল্লোল সংঘ ১-০ গোলে রাইজিং ষ্টারকে পরাজিত করে। তিন খেলায় কল্লোল সংঘ ৪ পয়েন্ট পেয়েছে। তারা প্রথম খেলায় হারার পর দ্বিতীয় খেলায় ড্র করেছিল। অন্যদিকে রাইজিং স্টার ক্লাব তিন খেলা শেষে মাত্র ১ পয়েন্ট অর্জন করেছে। প্রথম খেলায় ড্র করার পর টানা দু’খেলায় পরাজিত হলো তারা। গতকাল খেলার শুরু থেকে কল্লোল সংঘের খেলোয়াড়রা দাপট দেখিয়ে খেলতে থাকলেও গোল দিতে পারেনি। প্রথমার্ধে তাদের বেশ কয়েকটি আক্রমণ প্রতিপক্ষ রাইজিং স্টারের গোলমুখে গিয়েও রক্ষণভাগের দৃঢ়তায় প্রতিহত হয়। তবে রাইজিং স্টারের খেলোয়াড়রাও পিছিয়ে ছিল না। প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণ-প্রতি আক্রমণ মেতে উঠে দু’দল। খেলার ৭৮ মিনিটের দিকে রাইজিং স্টারের বদলী খেলোয়াড় আবদুল হালিম নিশ্চিত গোল করতে পারেননি। ডি বক্সের বাঁ পাশ দিয়ে সতীর্থের কাছ থেকে ফাঁকায় বল পান। কিন্তু তিনি তার প্রচেষ্টা কল্লোলের গোলকিপার বিপদমুক্ত করেন। এর খেসারত দেয় তারা ৮৬ মিনিটে। মাঝমাঠে ইমন বল ঠেলে দেন সতীর্থ আল আমিনের উদ্দেশ্যে। আল আমিন দুই-তিন জনকে চমৎকারভাবে কাটিয়ে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন। কল্লোল এগিয়ে যায় ১-০ গোলে। গোল হজম করে রাইজিং স্টারের খেলোয়াড়রা গতি বাড়ালেও ফলাফল আর কোন পরিবর্তন আসেনি। গতকাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কল্লোল সংঘের আসিফ। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খান। আজ প্রথম বিভাগ ফুটবল লিগে একটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব এবং আগ্রাবাদ কমরেড ক্লাব। বিকাল ৩টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।