রাইজিং স্টারকে লজ্জায় ডুবিয়ে রানার্স আপ বন্দর ক্রীড়া সংস্থা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা নির্ধারিত হয়ে গিয়েছিল আগেই। দুই ম্যাচ হাতে রেখে লিগের প্রায় ১৬ ম্যাচ বাকি থাকতে শিরোপার উত্তেজনায় জল ঢেলে দিয়েছিল আবাহনী। কিন্তু তারপরও যেন উত্তেজনা চলছিল লিগে। আর তা ছিল রানার্স আপ হচ্ছে কোন দল তা নিয়ে। লিগের দ্বিতীয় স্থানের লড়াইয়ে শামিল ছিল ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মাঝখানে হঠাৎ করেই এই লড়াইয়ে ঢুকে পড়ে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। আগের দিন ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেলে রানার্স আপ ট্রফির লড়াই থেকেও ছিটকে পড়ে ব্রাদার্স। তখন পুরোদমে সামনে চলে আসে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। তবে ক্ষীণ আশা জিইয়ে রেখেছিল মুক্তিযোদ্ধা সংসদও। তবে তার জন্য বন্দর দলের জয় ছাড়া অন্য যেকোন ফল হলে চলতো। কিন্তু শেষ পর্যন্ত সে পথে হাটেনি বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। লিগে নিজেদের শেষ এবং গুরুত্বপূর্ন ম্যাচে প্রতিপক্ষ রাইজিং স্টার ক্লাবকে লজ্জায় ডুবিয়ে লিগের রানার্স আপ ট্রফিটা জিতে নেয় বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। ফলে হতাশ হতে হয় মুক্তিযোদ্ধা সংসদকেও। এবারের লিগে আবাহনী তাদের শিরোপা ধরে রাখলেও গত আসরের রানার্স আপ পাইরেটস অব চিটাগাং পারেনি নিজেদের স্থানটা ধরে রাখতে। সে জায়গায় এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। তারপরও লিগের উত্তেজনা কমেনি এখনো। কারণ রেলিগেশনে যাচ্ছে কোন দল তা নির্ধারিত হয়নি এখনো। আগামীকাল শহীদ শাহজাহান সংঘ এবং রাইজিং স্টার জুনিয়রের মধ্যকার ম্যাচে যদি রাইজিং স্টার জুনিয়র হেরে যায় তাহলে তারা নেমে যাবে প্রথম বিভাগে। আর যদি জিতে যায় তাহলে মোহামেডান নেমে যাবে প্রথম বিভাগে।

গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা ১২৪ রানের বিশাল ব্যবধানে রাইজিং স্টার ক্লাবকে উড়িয়ে দিয়ে লিগের রানার্স আপ ট্রফিটা জিতে নেয়। সকালে টসে জিতে ব্যাট করতে নামা বন্দর ক্রীড়া সংস্থা দারুন শুরু করে। দুই ওপেনার সাব্বির এবং অনিক সরকার ১০৪ রান যোগ করে। ৪৬ রান করে ফিরেন নাজিম উদ্দিন সাব্বির। দ্বিতীয় উইকেটে ইনজামামুল হককে নিয়ে আরো ১০৭ রান যোগ করেন অনিক সরকার। নিজের সেঞ্চুরি পূরণ করে তবেই ফিরেন অনিক। এক ম্যাচ আগেও সেঞ্চুরি করেছিলেন অনিক লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ১০৮ বলে ১১টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ১১৭ রান করে ফিরেন অনিক। ৯ রান পর ফিরেন ৪০ রান করা ইনজামাম। এরপর আর কোন ব্যাটার দাঁড়াতে পারেনি বন্দর ক্রীড়া সংস্থার। ৩ উইকেটে ২২০ রান থেকে ২৫৬ রানে অল আউট হয় বন্দর ক্রীড়া সংস্থা। বাকি ৭টি উইকেট হারিয়ে কেবল ৩৬ রান যোগ করতে সক্ষম হয় অফিস দলটি। রাইজিং স্টার দলের পক্ষে সাদ্দাম ৪৫ রানে নিয়েছেন ৬ উইকেট। যা লিগে যেকোন বোলারের সেরা বোলিং। ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন আকিবুল ইসলাম।

২৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় রাইজিং স্টার ক্লাব। ৯ রানে প্রথম উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে আলভী এবং তুহিন ৩৩ রান যোগ করেন। ২৪ রান করে ফিরেন তুহিন। এরপর আর কোন ব্যাটার দাঁড়াতে পারেনি রাইজিং স্টারের। এক পর্যায়ে ৫ উইকেটে ৯০ রান তুলে নেওয়া রাইজিং স্টার ৪২ রানে হারায় শেষ ৫ উইকেট। ফলে ১৩২ রানে অল আউট হয় রাইজিং স্টার। আর তাদের পরাজয়টা ১২৪ রানের বিশাল ব্যবধানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন আলভী। এছাড়া মুনতাসির ১২, মিথুন ২৯ এবং লাবিব ১০ রান ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থার পক্ষে ৩১ রানে ৩টি উইকেট নেন মেহেদী হাসান অনি। ২টি করে উইকেট নিয়েছেন রাহি এবং রতন। এবারের লিগের শেষটা করতে হলো রাইজিং স্টারকে লজ্জার পরাজয় দিয়ে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় তৈলারদ্বীপ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.০৬ কোটি টাকা