রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রামের ড. সাদিয়া সাবাহ্‌ চৌধুরী

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের গৌরব ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ড. সাদিয়া সাবাহ্‌ চৌধুরী অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড’। বিশ্বখ্যাত সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ারস (এসএই) তাদের ওইমেন ইন ইঞ্জিনিয়ারিং কর্মসূচির আওতায় এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করেছে।

বিশ্বজুড়ে এরোস্পেস/ ডিফেন্স, অটোমোটিভ/ ট্রান্সপোর্টেশন, ইলেকট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং, মেডিকেল, রোবোটিক্স, অটোমেশন ও এআইএই ছয়টি ক্যাটাগরিতে ছয়জন নারী প্রকৌশলীকে এই সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে অটোমোটিভ/ট্রান্সপোর্টেশন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান ড. সাবাহ্‌।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ঈঁসসরহং ওহপ.-এর সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন। পরিবেশবান্ধব ও শূন্য কার্বন নিঃসরণ ইঞ্জিন প্রযুক্তি উন্নয়নে তিনি নেতৃত্ব দিচ্ছেন। চট্টগ্রামের এই মেধাবী প্রকৌশলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সমাজ গবেষক ও ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুরউলআমিন চৌধুরী এবং শিক্ষিকা রোকেয়া বেগমের একমাত্র কন্যা। তিনি বিশিষ্ট চট্টল গবেষক আবদুল হক চৌধুরীর নাতনি।

নিজের অর্জন সম্পর্কে ড. সাবাহ্‌ বলেন, প্রকৌশল মানে শুধু প্রযুক্তি নয়, এটি মানুষের জীবন বদলে দেওয়ার এক শক্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর হাউজিং উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা
পরবর্তী নিবন্ধও.আর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা