রাইজিং ষ্টার এবং ঢাকা সিটি ক্লাব সেমিফাইনালে

মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রাইজিং ষ্টার ক্রিকেট একাডেমি এবং ঢাকা সিটি ক্লাব। গতকাল অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে রাইজিং ষ্টার ক্রিকেট একাডেমি ৪১ রানে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। টসে হেরে ব্যাট করতে নামা রাইজিং ষ্টার ২০ ওভারে ১০ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। জবাবে ব্রাদার্স ক্রিকটে একাডেমি ২০ ওভারে ৯ উইকেটে ১০৭ রান তুলতে সক্ষম হয়। বিজয়ী দলের জিসান ৪ ওভার বল করে ৯ রানে ৪ উইকেট নেয়ার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন রাইজিং ষ্টার ক্রিকেট একাডেমির সোহেলুর রহমান।
দিনের আরেক কোয়ার্টার ফাইনালে ঢাকা সিটি ক্লাব ৪ উইকেটে খাগড়াছড়ি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে খাগড়াছড়ি ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। জবাবে ঢাকা সিটি ক্লাব ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের কৌশিক ৫৬ বলে ৭৭ রান করার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস আম্পায়ার সৈয়দ মাসুদ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া নিশান কাপ ক্রিকেটের ফাইনাল খেলা কাল
পরবর্তী নিবন্ধআছলাম মোরশেদ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য পুনঃনির্বাচিত