দুপুর থেকেই রহিম আংকেল
বাইসাইকেলে আসেন
ঝুড়ি ভরা পেপার নিয়ে
মন খুলে ঠিক হাসেন।
দোকানপাট আর গুণিজনদের
পেপার বিলি করে
সন্ধ্যা হলে কর্ম শেষে
তবেই ফিরেন ঘরে।
না দেখেছেন কড়া রোদ আর
না দেখেছেন ঝড়
কাজের মাঝে ফাঁকি তো নেই
করছেন অকাতর ।
কে পৌঁছাবে ঘরে ঘরে
কে পৌঁছাবে সংবাদ?
সবার আছে রহিম আংকেল
তথ্য ঝুলা কাঁধ।