রহস্য উদঘাটন হয়নি পাঁচ দিনেও

বোয়ালখালীতে শিশু মাশফি খুন

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও চরণদ্বীপ দরবার শরীফ পরিচালিত আল্লামা শাহসুফী অছিয়র রহমান (ক.) হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ইফতেখার মালিকুল মাশফি হত্যার কোনো ক্লু বের করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভে ফুঁসছে নিহতের স্বজন ও এলাকাবাসী। বুকের ধনকে হারিয়ে প্রবাসী বাবা পাগলপ্রায়। অন্যদিকে মা হয়ে গেছেন নির্বাক। নিহতের বড় ভাই মাজেদ বলেন, বাড়িতে সবাই আসছে আর যাচ্ছে, দিচ্ছে মিথ্যে সান্ত্বনা। কিন্তু গত ৫ দিনেও অগ্রগতির কোনো খবর পাচ্ছি না আমরা। প্রবাসে বাবা আর বাড়িতে মায়ের অবস্থা খুবই শোচনীয়। তারা নাওয়া-খাওয়া ছেড়ে এখন পাগল প্রায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম দৈনিক আজাদীকে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে আটক ৩ শিক্ষকের মধ্যে জাফর আহমদকে রিমান্ডে এনে বেশকিছু তথ্য উপাত্ত আমরা পেয়েছি যেগুলো যাছাই-বাছাই করা হচ্ছে। আশা রাখি অচিরেই ঘটনার মূল রহস্য উদঘাটনে সচেষ্ট হব আমরা।
এদিকে ঘটনার ৫ দিনেও মামলার কোনো অগ্রগতি না হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে উপজেলা সদরে সর্বস্তরের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ তুলে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ায় প্রশাসন ঘটনার মূল রহস্য উদঘাটনে বাধাগ্রস্ত হচ্ছেন। মাদ্রাসাটিতে এ ধরনের ঘটনা আগে অনেকবার সংঘটিত হলেও বিচার না হওয়ায় মাশফির মত নিষ্পাপ শিশুকে জীবন দিতে হল। ঘটনায় মাদ্রাসা পরিচালকদের অবহেলার অভিযোগ তুলে তাদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
এতে বক্তব্য রাখেন স্থানীয় পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ছাত্রলীগনেতা এস এম কাজেম, সাদ্দাম মেম্বার, হাবিব মিয়াজী, সাজু খাঁন, আসাদ তালুকদার, আবদুল হামিদ রাসেল, নিজাম উদ্দিন, দিদারুল ইসলাম নোটন, ফজলুল রহমান খান, ইমতিয়াজ উদ্দীন মুন্না প্রমুখ।
প্রসঙ্গত, গত ৫ মার্চ চরণদ্বীপ দরবার শরীফ পরিচালিত আল্লামা শাহসুফী অছিয়র রহমান (ক.) মাদ্রাসার ছাত্র ইফতেখার মালিকুল মাশফির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। হেফজখানার স্টোর রুম থেকে কম্বল মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়। পরদিন নিহতের মামা মাসুদ খান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘এভাবে ফিরতে পারব, ভাবিনি’
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ স্বামী-স্ত্রী আহত