লোহাগাড়া চুনতীর সীরত (সা.) মাহফিলের ১১তম দিবসের কর্মসূচি গতকাল শনিবার শাহ্ মঞ্জিল ময়দানে অনুষ্ঠিত হয়। সাতকানিয়া গারাংগিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস আলহাজ আবু নছর আতীক আহমদের সভাপতিত্বে ‘কালিমা তাইয়্যবাহ–এর তাৎপর্য ও আমাদের করণীয়’ বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম সিডিএ কল্পলোক আবাসিক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইমরানুল হক সাইদ। ‘বিশুদ্ধ আক্বীদার গুরুত্ব ও উৎস সমূহের বিবরণ’ বিষয়ে আলোচনা করেন ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা হারুনুর রশিদ। ‘মুমিনের পারস্পরিক হক সমূহের বিবরণ’ বিষয়ে আলোচনা করেন বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ। ‘বায়তুল্লাহ শরীফের ফজিলত ও তথায় অবস্থিত আয়াতে বাইয়্যিনাত সমূহের বিবরণ’ বিষয়ে আলোচনা করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। বক্তারা বলেন, নৈতিক বন্ধনসমূহের প্রথম হলো ঈমানের বন্ধন। ইসলামী যুগে মানুষে মানুষে কোন ভাতৃত্বের বন্ধন ছিলনা। রসূল (সা.)’র আর্দশ সুসম্পর্ক ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন।
শত্রুতা ভুলে সুসম্পর্ক ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা দিয়েছিল হযরত মুহাম্মদ (সা.)। অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, এম. মাহাবুবুল হক, কাজী আরিফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, মোস্তাক আহমদ চৌধুরী, মো. ইসমাইল মকছুদুল হক, ইস্কান্দর মির্জা, নুর মোহাম্মদ শহিদুল্লাহ, সালাউদ্দিন চৌধুরী সোহেল, তৌহিদুল ইসলাম চৌধুরী, ফৌজুল কবির ফজলু, আনোয়ার হোসেন, ডা. ইকবাল সরোয়ার আলম, সোলাইমান কাসেমী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।