রশ্মিকা মন্দানার সৌন্দর্যের রহস্য

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৩৯ পূর্বাহ্ণ

রশ্মিকা মন্দানা। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী। ‘গীত গোবিন্দম’ এবং ‘কিরিক পার্টি’র মতো সিনেমাতে অভিনয় করে তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। সমপ্রতি আল্লু অর্জুনের বিপরীতে জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা’তে অভিনয় করে ফের আলোচনায় তিনি। রশ্মিকা মনে করেন রোগা থাকার চেয়েও গুরুত্বপূর্ণ ভিতর থেকে সুস্থ থাকা। সপ্তাহে চারদিন নিয়ম করে কিকবক্সিং, লাফদড়ি, নাচ, সাঁতার, যোগাসন করে থাকেন অভিনেত্রী। বিভিন্ন ধরনের কার্ডিয়ো করেন। পুষ্পার ‘শ্রীবালি’ তাঁর সকালের শরীরচর্চা শুরু করেন ওয়ার্ম আপ করে। দু’ থেকে তিন মিনিট এটা করার পর হিপ থ্রাস্ট, হাফ নিলিং ব্যান্ড রো, মেডিসিন বল স্ল্যামের মতো ব্যায়ামগুলি করেন। রশ্মিকা তাঁর এই নির্মেদ চেহারা ধরে রাখতে শুধু যোগাসন বা নিয়ম করে ব্যায়ামই করেন না, পুষ্টিবিদের পরামর্শ মেনে খাওয়াদাওয়াও করে থাকেন। শরীরচর্চা ও পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত ত্বকের পরিচর্যা করতে ভোলেন না রশ্মিকা। নিয়মিত রূপচর্চার জন্য আলাদা করে সময় বার করে নেন। শ্যুটিংয়ের পর অনেকটা সময় নিয়ে মেক আপ তোলেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সঠিক নিয়মে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করেন অভিনেত্রী। বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন লাগাতে ভোলেন না।

পূর্ববর্তী নিবন্ধজুটি বাঁধলেন রোশান-বুবলী
পরবর্তী নিবন্ধ‘আকাশ মেঘে ঢাকা’