রশিদাবাদ শাপলাকুড়ি আসরের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:৪৯ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ শাখা জাতীয় শিশু কিশোর সংগঠন শাপলাকুড়ি আসরের উদ্যোগে ও কাপ্তান বাড়ি ইয়াং জেনারেশনের সহযোগিতায় আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় মাঠে আয়োজিত উদ্বোধনী দিনের দুটি খেলায় হাইদগাঁও ফুটবল একাডেমি ও পশ্চিম এলাহাবাদ ফুটবল একাডেমি জয়লাভ করে। প্রথম খেলায় হাইদগাঁও ফুটবল একাডেমি ৬-০ গোলের বড় ব্যবধানে ব্যাংকার্স কেসি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। দিনের অপর খেলায় পশ্চিম এলাহাবাদ একাডেমি ১-০ গোলের ব্যবধানে হারায় পূর্ব ভাটিখাইন একতা সংঘকে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শাপলা কুড়ি আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। বিশেষ অতিথি ছিলেন আলমগীর খালেদ, মিজানুর রহমান, মাহাবুল কবির, আবদুল মোমেন, শফিউল আজম, মো. নাঈম উদ্দীন, আবদুল্লাহ্‌ আল নোমান, শরফুদ্দীন আহমদ বাবর, মো. তারেক রহমান, মো. নজরুল ইসলাম, মো. মঈন উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধক্যাচ মিসে হতাশ কোচ ডোমিঙ্গো
পরবর্তী নিবন্ধহার দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু বাংলাদেশের নারীদের