রয়টার্সের প্রতিবেদনে উদ্ধৃত করা সেই পুলিশ কর্মকর্তাকে বদলি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভকালে কুপিয়ে হত্যা করা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উদ্ধৃত করা সেই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী খানকে অভ্যন্তরীণ বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের এই উপপুলিশ কমিশনারকে (ডিসি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। তাঁর স্থলে পদায়ন করা হয়েছে বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানাকে। নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে অভ্যন্তরীণ এই রদবদল করা হয়। গত মঙ্গলবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও তার আশেপাশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত ‘ one killed in Bangladesh as Hindu protesters clash with police শিরোনামে একটি প্রতিবেদনে মোহাম্মদ লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে বক্তব্য ছাপানো হয়। যদিও বুধবার এক বিবৃতিতে তার সঙ্গে কথা না বলেই এ বক্তব্য ছাপানো হয়েছে বলে জানিয়েছে সিএমপি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় চিরনিদ্রায় শায়িত সাইফুল
পরবর্তী নিবন্ধসাইফুলের জানাজায় মানুষের ঢল