মহান মুক্তিযুদ্ধের সংগঠক চিরকুমার রমা প্রসাদ সেন (হারু সেন) ৭৮ বছর বয়সে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তার নিজ বাসভবনে ২০ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদকারী শহীদ মৌলবী সৈয়দের সহযোগী ও চট্টগ্রাম ষড়যন্ত্র মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শ্যামা প্রসাদ সেনের জেষ্ঠ্যভ্রাতা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচিত সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিচ, রেজাউল হক চৌধুরী মুশতাক, মহিউদ্দিন আহমেদ রাসেদ, আহমেদুর রহমান চৌধুরী, সুভাষ চন্দ্র চৌধুরী, বাদল মালি, এডভোকেট শভু প্রসাদ বিশ্বাস, শম্ভু নাথ নন্দী, হরিপদ চক্রবর্ত্তী (প্রশান্ত), তপন দাশ, শিল্পী প্রণব কুমার দাশ, গোপাল বিজয় সিংহ প্রমুখ। রমা প্রসাদ সেনের পৈত্রিকবাড়ী আনোয়ারা উপজেলা পরৈকোড়া গ্রামে। প্রেস বিজ্ঞপ্তি।