রমজানের পবিত্রতা রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে

দক্ষিণ জেলা জামায়াতের সমাবেশে আনোয়ারুল আলম চৌধুরী

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, রমজান পুরো মাসে মুসলমানদের রোযা রাখা ফরয করা হয়। রমজানে বদর যুদ্ধসহ অসংখ্য যুদ্ধে মুসলমানদের বিজয় এ পবিত্র মাসকে আরও অর্থবহ করে তুলেছে। সবদিক বিবেচনায় পবিত্র রমজান মাসকে পালন করা হয়। তাই রমজানের পবিত্র রক্ষার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, দিনের বেলায় হোটেল রেস্তোঁরা বন্ধ রাখা, অশ্লীলতাবেহায়াপনা থেকে বিরত থাকা এবং নিজেদের আত্মশুদ্ধির জন্য কাজ করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

মাহে রমজানকে স্বাগত জানিয়ে গত শুক্রবার আমিরাবাদে গণমিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহে রমজানকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বিভিন্ন উপজেলায় মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি লোহাগাড়া উপজেলার গণমিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা জামায়েতর আমীর আনোয়ারুল আলম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কালাম। জেলা আমীরের নেতৃত্বে সাতকানিয়া উপজেলায় স্বাগত র‌্যালিতে জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন, পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, সাবেক পৌরসভা আমীর এম. ওয়াজেদ আলীসহ উপজেলা ও পৌরসভা জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া এর নেতৃত্বে স্বাগত মিছিলোত্তর সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা কুতুব উদ্দীন, সেক্রেটারী আহসান সাদেক পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকুশের বইমেলার সমাপনী দিনে কবিতা ও ছড়া পাঠের আসর
পরবর্তী নিবন্ধপটিয়া উপজেলা ও পৌর এলডিপির প্রসু্ততি সভা