রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণ জরুরি

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। কিন্তু আমাদের দেশে এই পবিত্র মাস এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। ফলে সাধারণ জনগণের জন্য জীবনযাত্রা আরও কষ্টসাধ্য হয়ে ওঠে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের জন্য খাদ্যসামগ্রী কেনা কঠিন হয়ে পড়ে। অথচ উন্নত বিশ্বে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ভোগান্তি লাঘব করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং বাজার তদারকির অভাব। অনেক সময় সরকার মূল্য নির্ধারণ করে দিলেও তা বাস্তবায়নে তেমন কঠোর ব্যবস্থা নেওয়া হয় না। ফলে সাধারণ জনগণ প্রতিনিয়ত অসাধু ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়ে। এই সংকট সমাধানে সরকারের আরও কার্যকর ও কঠোর মনিটরিং ব্যবস্থা প্রয়োজন। বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠন করা যেতে পারে, যারা নিয়মিত বাজার পরিদর্শন করে মূল্যবৃদ্ধির পেছনের কারণ চিহ্নিত করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। রমজান উপলক্ষে প্রতিটি মানুষ যেন ন্যায্যমূল্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। এজন্য ব্যবসায়ীদেরও নৈতিক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সরকারের উচিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা, যাতে প্রতি বছর একই সংকটের পুনরাবৃত্তি না ঘটে। আশা করি, বর্তমান সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং জনসাধারণের স্বস্তি নিশ্চিত করবে।

তানভীর আহমদ রাহী

শিক্ষার্থী : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, চট্টগ্রাম কলেজ

পূর্ববর্তী নিবন্ধপলান সরকার : জ্ঞানের ফেরিওয়ালা
পরবর্তী নিবন্ধবন্ধুত্ব হলো স্বচ্ছ কাচের মত