রমজানে ভোগ্যপণ্য সিন্ডিকেটের অপতৎপরতা রুখে দাঁড়ান

নাগরিক উদ্যোগের সভায় সুজন

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্য সিন্ডিকেটের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার কাট্টলীস্থ বাসভবনে নাগরিক উদ্যোগের নীতি নির্ধারণী সভায় তিনি এ আহ্বান জানান।
নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী ইলিয়াছের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্দু নন্দন দত্ত, সৈয়দ ছগির আহমদ, দীপঙ্কর চৌধুরী কাজল, আলাউদ্দিন আহমেদ চৌধুরী, আবদুচ ছালাম, এস এম আবু তাহের, আবদুর রহমান মিয়া, হারুন, মহিউদ্দিন আহমেদ, সাইদুর রহমান, এজহারুল হক, ছালেহ আহমদ জঙ্গী, নুরুল কবির, মোরশেদ আলম, কামরুল হোসেন, শাহজাহান, সেলিম, শিশির কান্তি বল, ডা. অঞ্জন কুমার দাশ, জানে আলম, অনির্বাণ দাশ বাবু, শেখ মামুনুর রশিদ, সমীর মহাজন লিটন, জাহাঙ্গীর আলম, সাইফুল্লাহ আনছারী, সোলেমান সুমন, শহিদ উল্লাহ লিটন, নাছির উদ্দিন, ওয়াসিম, জমির উদ্দিন মাসুদ, সেলিম, বেলাল, মনিরুল হক মুন্না, তানভীর হাসান, উৎপল দত্ত, জাবেদ, এমরান, সালাউদ্দিন জিকু, হাসান মুরাদ। এ সময় সুজন বলেন, প্রতি বছরই রমজানকে কেন্দ্র করে কতিপয় অসাধু সিন্ডিকেট অহেতুক দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণকে ভোগান্তিতে ফেলে। আসন্ন রমজানকে কেন্দ্র করে তাদের সে অপতৎপরতা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রতি বছর রমজানকে কেন্দ্র করে সরকার দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। সে সময় আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ গোয়েন্দাসংস্থা দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন কর্মতৎপরতা অব্যাহত রাখে। তাই সেই সময় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ঝুঁকি না নিয়ে এখন থেকেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অসাধু তৎপরতায় লিপ্ত রয়েছে ঐ সিন্ডিকেটটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় সম্প্রীতির অনন্য ক্ষেত্র বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআইআইইউসির ২৩৭তম সিন্ডিকেট সভা