রমজানে বিদ্যুৎ পানি ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন করার আহ্বান

নগর আওয়ামী লীগের বিবৃতি

| সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাসে বিদ্যুৎ, পানি ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ রাখা এবং যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘রমজান মাসে কোনো ধরনের অজুহাত খাড়া না করিয়ে সেহেরি, ইফতার, পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবীর সময় ভোক্তাদের সুবিধার্থে বিদ্যুৎ ও পানি সরবরাহ যাতে বিচ্ছিন্ন না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন থেকেই সতর্ক ও সজাগ হতে হবে। এছাড়া রান্নাবান্না ও গৃহস্থালী কাজকর্ম যাতে বিঘ্নিত না হয় সেজন্য গ্যাস সরবরাহ ব্যবস্থাও সচল রাখতে হবে। আমরা মনে করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলো আমলে এনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং জনদুর্ভোগ লাঘবে সচেষ্ট হবেন।’ বিবৃতিতে বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, সরবরাহ লাইন মেরামতের নামে নগরীর কোথাও কোথাও ওয়াসার পানি সরবরাহ কার্যক্রম ব্যহত হচ্ছে এবং পানি সংকট তীব্র হয়ে উঠেছে। এক্ষেত্রেও ওয়াসা কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা যাতে রমজান মাসে ভেঙে না পড়ে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। বিশেষ করে শপিং কমপ্লেক্স ও বাজারগুলোকে কেন্দ্র করে যাতে কোন যানজট সৃষ্টি না হয় সে ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধইউসিবির পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন