রমজানে তৃণমূল মানুষের পাশে দাঁড়াতে হবে

বিভিন্ন স্থানে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, রমজান মাসে রোজা রেখে গরীব মানুষগুলো যেন ভালোভাবে ইফতার করতে পারেন, সে জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার সামগ্রীর ব্যবস্থা করেছেন। পবিত্র রমজানে তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন মাসবাপি অব্যাহত থাকবে।

তিনি গতকাল রবিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে কোতোয়ালির থানা বিএনপি অন্তর্গত ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে রোজাদার গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বরেণ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্মআহবায়ক ও দপ্তরের দায়িত্ব প্রাপ্ত শওকত আজম খাজা। ৩৪নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্মআহবায়ক শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমদ, ইসমাইল বালি। এতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা আবু তালেব, আব্দুল হামিদ, মোঃ ইউনুছ, আব্দুল মান্নান, নুর আলম, আবুল কালাম, মোঃ জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, মো. জাহাঙ্গীর, ইফতেখার ইকবাল নাদিম, সুব্রত আইস, শাহ আলম, আব্দুল মোতালেব তুহিন, আলম মিজান, রিয়াজ, কাজল, মনির রনি, মাইনুদ্দিন মারুফ, আকবর হোসেন, বদরুল আব্দুল রাহাত খান, শাকিব, আবুবক্কার হৃদয় প্রমুখ।

রোটারী ক্লাব চিটাগং সাগরিকা: মাহে রমজান উপলক্ষে রোটারী ক্লাব চিটাগং সাগরিকার উদ্যোগে অক্সিজেনস্থ বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের বাসিন্দা ৫৫ জন বৃদ্ধা মায়ের জন্য মাসব্যাপী সেহেরী ও ইফতার সামগ্রী প্রদান করা হয়। গত শুক্রবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট আরিফ আহমেদ, পিপি খন রনজন রয়, আইপিপি আজিজুল ইসলাম বাবুল, পিই রোকসানা ফারুক, ভাইস প্রেসিডেন্ট কামরুল হাসান মিলন, সেক্রেটারি উৎপল বড়ুয়া, জয়েন্ট ট্রেজারার আসাদুজ্জামান খাঁন ও রোটারী ক্লাব সিলেট সেন্ট্রাল এর পিপি এম এ রহিম।

২৩ নং ওয়ার্ড বিএনপি : পবিত্র রমজান মাসে এলাকার আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের পাশে থাকতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। গতকাল রবিবার ২৩নং ওয়ার্ডস্থ আকবর শাহ মাজার বাড়ী প্রাঙ্গণে বিনামূল্যে সবজি বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, মোজাহের খান, আব্দুল করিম সেলিম, আমির উদ্দিন বাবুল, আনু মিয়া বাবুল, শ্রমিক দল নেতা আবু তাহের, মোঃ ইলিয়াস, আলমগীর, জাহেদ ও হাজী মনজুর মিয়া।

জাতীয় পার্টি : নগরীর পাহাড়তলী, আকবর শাহ্‌, খুলশী, বায়েজিদ ও বাকলিয়া এলাকায় চট্টগ্রাম মহানগরীর দলের নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের। গতকাল ৩ টায় আবু তাহেরের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী, নগর জাতীয় পার্টির সহসভাপতি ওসমান খান, তরুণ পার্টি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, নগর সাংস্কৃতিক পার্টির সভাপতি হাজী বাবুল আহমেদ, নগর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিন্টু, নগর শ্রমিক পার্টির নেতা হাজী আলী আকবর, জাপা নেতা জসিম উদ্দিন, মোস্তফা মিয়া, জাতীয় যুব সংহতি মহানগর সংগঠক এ জেড এম রমজু, মকসুদুল হক, শহীদুল আলম, নীল কমল সুশীল, আমিন জুটমিল শ্রমিক পার্টির সভাপতি মোঃ সেলিম, শ্রমিক নেতা আব্দুল মোতালেব, মোঃ হোসেন, মহিলা নেত্রী আরজু বেগম, রাজিয়া সুলতানা, রুবি আক্তার প্রমুখ। এসময় বক্তারা পবিত্র রমজানের রহমত, মাগফেরাত ও নাজাতের ফজিলত হাছিলের জন্য অসহায় মানুষের ইফতার সামগ্রী বিতরণের মত মহতী উদ্যোগ গ্রহণ করে সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

চকবাজার থানা বিএনপি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে রোজাদার ও পথচারীদের মাঝে গতকাল রবিবার চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু। এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপি নেতা আবু আহমেদ, বিএনপি নেতা মো. কামাল, কাপাসগোলা ইউনিট বিএনপি সাবেক সভাপতি এস এম সিরাজ, কাপাসগোলা ইউনিট বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপু, ওয়ার্ড ছাত্রদল এর সাবেক সাংগঠিনক সম্পাদক মাসুদ রহমান হিরু, চকবাজার থানা ছাত্রদল এর সাধারণ সম্পাদক ইমরান লিটন, চকবাজার থানা যুবদল নেতা কামাল, ইলিয়াস জিকু, আলম, সোহেল, সালাউদ্দিন, জাকির, মো. আব্দুল গফুর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল নেতা আমির মাহমুদ খসরু রাজু, ওয়ার্ড ছাত্রদল নেতা রানা, তারেক, শামস প্রমুখ।

ফ্রেন্ডস সার্কেল ঐক্য পরিষদ : ফ্রেন্ডস সার্কেল ঐক্য পরিষদ০৮নং ওয়ার্ড কার্যকরী কমিটির উদ্যোগে সাতকানিয়া পৌরসভার ০৮নং ওয়ার্ডের মধ্য রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক ধর্মপ্রাণ মুসলিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বেলা ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপির আহবায়ক হাজী রফিকুল আলম। ০৮নং ওয়ার্ড কার্য্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা মুহাম্মদ দিদারুল হক বাপ্পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা তসলিম উদ্দিন, আবুল হোসেন, শিক্ষানুরাগী গোলাম মো: চৌধুরী বাবু, মো: ইউসুফ, সাবেক কাউন্সিলর নুরুল আবছার, পৌর কৃষকদলের সদস্য সচিব ছৈয়দ হোসেন দাদা মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদ : চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে ৩ শতাধিক অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। এ উপলেক্ষে গত শুক্রবার চৌধুরী পাড়া বাইতুল নুর জামে মসজিদ মাঠে প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাহিদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এম. . করিম চৌধুরী, .টি.এম মাসুদ চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী, শেখ টিপু চৌধুরী, এম. এম. মোর্শেদ চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, সরোয়ার মোর্শেদ মনজু, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন ফারুকী, জিন্নাত আলী চৌধুরী, আরিফুল করিম চৌধুরী ও মহিউদ্দিন শাহজাহান, নোমান সোহেল, সেলিম চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, সাজ্জাদুল মোস্তাফা, মৌলানা হাশেম, রিয়াজ কাজলিল চৌধুরী, পারভেজ বিন হাফেজ চৌধুরী, নুর হোসেন, আবিদ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সুন্নী তাফসিরুল কোরআন মাহফিল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে জেলেপাড়ায় আগুন, জালসহ পুড়ল ৮ দোকান