রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই

মোস্তফা কামাল | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

সংযম ও সাধনার মাস পবিত্র রমজান। আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মহা সুযোগ এ মাসে। ইমান আমল ও ইবাদতের বসন্ত এই মাস। প্রতিটা ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয় এই মাসে। এ মাসে শারীরিক ইবাদতের পাশাপাশি আর্থিক ইবাদতেরও গুরুত্ব রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা🙂 এ মাসে প্রচুর দান সদকা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন, রাসূল (সা🙂 কল্যাণের কাজে ছিলেন সর্বাধিক দানশীল, বিশেষ করে রমজান মাসে।

তাছাড়া রমজান মাসে রোজাদারদের ইফতারির ব্যবস্থা করা একটি ফজিলতপূর্ণ আমল। এখন নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষদের কথা চিন্তা করা দরকার। যারা দিন আনে দিন খায়। আবার অনেকের ক্ষেত্রে আটদশ দিন আয় রোজগারের পথ বন্ধ হলে নেমে আসে চরম দুর্দশা। তাই পবিত্র রমজানে আমরা একটু সংযত হয়ে অসহায় ও দরিদ্র মানুষের ইফতারির ব্যবস্থা করতে পারি। পবিত্র রমজান মাসে আমরা সকলে ব্যয় ও খাবারেও সংযত হয়ে আমাদের আত্মীয়স্বজন, প্রতিবেশীদের পাশে দাঁড়াই।

পূর্ববর্তী নিবন্ধআসুন রমজানে অসহায় মানুষদের পাশে দাঁড়াই
পরবর্তী নিবন্ধপবিত্র রমজান ও আমাদের করণীয়