পবিত্র রমজান মাসের আগমনের আগ থেকেই চট্টগ্রামসহ সারাদেশেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে বাজার অসহনীয় হয়ে পড়েছে। এ সময় স্বাভাবিকভাবেই ছোলা, ভোজ্য তেল, ডাল, গম, চিনি ও মসলার চাহিদা বাড়ে। আর এ চাহিদাকে কেন্দ্র করে বাজারে এধরনের প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষের স্বস্তি হারিয়ে যায়। এ সময় মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারের প্রায় বেশিরভাগ পণ্যের দামই বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবারও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিবিধ পদক্ষেপ নিয়েছেন। এরপরও তদারকির অভাবে বাজারে অনেক পণ্যের সরবরাহ স্থিতিশীল থাকার পরও ব্যবসায়ী ও নানা সিন্ডিকেট ইচ্ছে মতো দাম বাড়িয়ে নিচ্ছেন। অতএব, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ী ও বিভিন্ন দাম বাড়ানো সিন্ডিকেট যেন দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করতে না পারে, তার জন্য সরকারি ও বেসরকারি দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থা দ্বারা নিয়মিত বাজারে নজর রাখা এবং অভিযান পরিচালনা করা জরুরি। এসব অনৈতিক মূল্য বৃদ্ধিকে রুখতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
জান্নাতুল ফেরদৌস সায়মা
শিক্ষার্থী, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়