জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম,পি বলেছেন, বিশ্বকবির নোবেল বিজয়ের পর বাংলা ও বাঙ্গালিকে বিশ্বসমাজ নতুন করে চিনতে শিখে এবং বাংলা সাহিত্য, শিল্প, সংগীত, নৃত্য ও নাটকে নতুন ধারার প্রচলন হয়, নজরুল তাঁর সাহসী লেখনিতে সেই ধারায় গতি এনে বাংলা ও বাঙ্গালির চেতনায় নব জাগরণ ঘটাতে সক্ষম হন। রবীন্দ্রনাথ ও নজরুল উভয়েই আমাদের অসামপ্রদায়িক চেতনার বাতিঘর।
তিনি ১ জুলাই দক্ষিণ ভূর্ষি সবুজ সংঘ আয়োজিত রবীন্দ্র – নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে প্রধান আলোচক কবি সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, আমাদের ঐতিহ্য লালন করে, প্রগতিমুখী জীবনধারায় এগিয়ে যেতে হবে এবং এজন্য রবীন্দ্রনাথ নজরুলের দ্বারস্থ হতে হবে, এঁদের কর্ম আমাদের সভ্য হতে শেখায়, মানবিক কর্মে উদ্বুদ্ধ হতে শেখায়। আমাদের মহান স্বাধীনতা ও বাঙ্গালি জাতীয়তাবাদকে রক্ষা করতে তাঁদেরকে স্মরণ ও চর্চা অব্যাহত রাখতে হবে।
সবুজ সংঘের সভাপতি দেবাশীষ দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী। উপস্থিত ছিলেন শিবু কান্তি দাশ, মো এজাজ,শৈবাল বড়ুয়া, রনধীর চক্রবর্তী, রাজু দাশ হীরু, পল্লব চৌধুরী ছোটন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক ত্রিদিব কুমার দত্ত। প্রধান অতিথি সবুজ সংঘের নব নির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।