রবি এখন ৫ কোটি গ্রাহকের অপারেটর

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৩:৫৪ পূর্বাহ্ণ

মোবাইল ফোনের সেবায় বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ কোম্পানি রবি পৌঁছেছে ৫ কোটি গ্রাহকের মাইলফলকে। রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অর্জনের ঘোষণা দেন।
রবি বলছে, সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস মহামারী পরিস্থিতির কিছুটা উন্নতির পর তাদের গ্রাহক সংখ্যা বাড়তে শুরু করায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। কোম্পানির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ কোটি গ্রাহকের স্বপ্নকে ধারণ করে ‘প্রযুক্তিনির্ভর আগামী বিনির্মাণের’ লক্ষ্য সামনে রেখে এই সাফল্য উৎযাপনে বিশদ পরিকল্পনা করেছে রবি। রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রবি-এয়ারটেল গ্রাহকরা এই ‘আনন্দের মুহূর্তে’ প্রতিদিন ৫ কোটি এমবি ডেটা বোনাস ব্যবহারের সুযোগ পাবেন। এ ডেটা পেতে গ্রাহকদের নির্দিষ্ট জনপ্রিয় ডেটা প্যাক কিনতে হবে। সেইসাথে রবি-এয়ারটেল গ্রাহকরা ১ পয়সা/সেকেন্ড- এর সব ভয়েস কল অফারের সঙ্গে ৫ দিন অতিরিক্ত মেয়াদ উপভোগ করতে পারবেন। রবি-টেন মিনিট স্কুলের মোবাইল অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করলে অথবা প্রথমবার লগইন করলে ২০০ এমবি ডেটা উপহার পাবেন রবি ও এয়ারটেল গ্রাহকেরা। এসব অফার বৃহস্পতিবার শুরু হয়ে আগামী এক মাস চালু থাকবে বলে জানান রবির সিইও। এছাড়া উদযাপনের অংশ হিসেবে সারা দেশে প্রায় ৫০টি জেলায় এতিমখানায় রবি খাবারের আয়োজন করবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচীন-জাপানের অর্থায়নে প্রতিটি প্রকল্পেই বাড়বে সরকারি ব্যয়
পরবর্তী নিবন্ধনিখোঁজের পরদিন মিলল বিকাশ এজেন্টের বস্তাবন্দি লাশ