বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এমপির সাথে গত ৩১ মে নগরীর হোটেল রেডিসন ব্লুতে বিজিএমইএর প্রথম সহ–সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বিজিএমইএর সহ–সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এম. এহসানুল হক, প্রাক্তন পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, অঞ্জন শেখর দাশ প্রমুখ।
বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী বলেন, জাতীয় রপ্তানিতে পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ অবদান বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পোশাক শিল্পের সমস্যাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের নির্দেশনা রয়েছে। রপ্তানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী ভূমিকা পালনের জন্য তিনি আহ্বান জানান এবং তাঁর মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালকালে বিজিএমইএর প্রথম সহ–সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বিদ্যমান অর্থনৈতিক মন্দাবস্থার মধ্যে রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে কাস্টমস্্, বন্ড, ব্যাংকিংসহ নানাবিধ সমস্যাদি দ্রুত নিরসনে তিনি বাণিজ্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। আসন্ন বাজেটে বিজিএমইএর বাজেট প্রস্তাবনাসমূহ বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রীকে সহযোগিতার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।