সাখাওয়াত হোসেন রনির হ্যাট্রিকে মোহামেডান ব্লুজ চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মোহামেডান ব্লুজ ৪-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে। নিজেদের প্রথম দুটি খেলায় মোহামেডান ব্লুজ ড্র করেছিল। অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদের এটি দ্বিতীয় পরাজয়। নিজেদের প্রথম খেলাতেও তারা ব্রাদার্স ইউনিয়নের কাছে হার মেনেছিল। এরপর দ্বিতীয় খেলায় ড্র করে। গতকাল খেলার শুরু থেকেই মোহামেডান ব্লুজ ঝাঁপিয়ে পড়ে মুক্তিযোদ্ধার উপর। তা থেকে তারা গোলও আদায় করে নেয়। প্রথম ১৫ মিনিটে ৩টি গোল করে মোহামেডান ব্লুজ। খেলার ৬ মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সে ফাউলের অভিযোগে রেফারী শিমুল বড়ুয়া পেনাল্টি দেন মুক্তিযোদ্ধার বিপক্ষে। তা থেকে সাখাওয়াত হোসেন রনি গোল করলে মোহামেডান ব্লুজ ১-০ গোলে এগিয়ে যায়। ১৩ মিনিটে রনির ডানপ্রান্তের মাইনাস পান জাফর ইকবাল। ডি বক্সের ভেতর থেকে সুন্দর প্লেসিং শটে দ্বিতীয় গোল করেন তিনি মোহামেডান ব্লুজের পক্ষে (২-০)। ১৫ মিনিটে আবারো গোল ব্লুজের।
এবার জাফর ইকবালের বাড়িয়ে দেয়া বল সাখাওয়াত রনি চমৎকার প্লেসিং শটে জালে দেন (৩-০)। তিন গোলের পর মুক্তিযোদ্ধাকে কিছুটা চাঙ্গা দেখায়। এ থেকে সুযোগও পায় তারা। তবে মিস করে। ৪২ মিনিটে মুক্তিযোদ্ধা পেনাল্টি লাভ করে। পেছন থেকে চার্জ করার অপরাধে ব্লুজের বিপক্ষে পেনাল্টি দেন রেফারী। মুক্তিযোদ্ধা অধিনায়ক নুরুল আফছার এ থেকে গোল করলে স্কোর লাইন হয় (১-৩)। এ অর্ধের অতিরিক্ত সময়েও মুক্তিযোদ্ধা আক্রমণে উঠে। দলের মতিউর রহমান বক্সে ঢুকে শট নেন। সেকেন্ড বারের পাশ দিয়ে চলে যায় বল। ৩-১ গোলে এগিয়ে থাকা মোহামেডান ব্লুজ দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায়। ৪র্থ মিনিটে ডি বঙের সামনে থেকে চমৎকার ফ্রি কিক নেন ব্লুজের সাখাওয়াত রনি। তাতেই গোল হয়ে যায় (৪-১)। আর এতে পূর্ন হয় সাখাওয়াত হোসেন রনির হ্যাট্রিক। এটি লিগের তৃতীয় হ্যাট্রিক। এ গোলের পরও ব্লুজের আক্রমণ থামেনি। ৩২ মিনিটে জাফর ইকবালের দেয়া বলে রনির হেড মিস হয়। এরপর আরো কয়েকটি আক্রমন শানায় মোহামেডান ব্লুজ। সেসব ব্যর্থ হয়ে যায়। মুক্তিযোদ্ধাও খেলার শেষের দিকে আক্রমণ করে খেলে বেশ কটি সুযোগ সৃষ্টি করে। তবে তা থেকে সুযোগ নষ্ট করেন অং এবং ফাহিমউদ্দিন সোহেল। একবার বল ক্রসবারে লাগে, আরেকবার মাঠের বাইরে চলে যায় বল। ৩ খেলা শেষে মোহামেডান ব্লুজের পয়েন্ট ৫, সমান খেলায় মুক্তিযোদ্ধা লাভ করেছে ১ পয়েন্ট। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের সাখাওয়াত হোসেন রনি। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে কোয়ালিটি স্পোর্টস ক্লাব এবং চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩.৩০টায় এ খেলা অনুষ্ঠিত হবে।