রনি এবং মৃত্যুঞ্জয়ের অভিষেক টাইগার শিবিরে

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো রনি তালুকদারের। বাংলাদেশের ১৪১ তম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো এই ব্যাটারের। পাশাপাশি গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর। ৩২ বছর ২১৬ দিন বয়সে ওয়ানডে ক্রিকেটে প্রথমবার মাঠে নামলেন রনি। গত ৩৭ বছরের মধ্যে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে অভিষেক তারই। তবে সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি। আউট হয়ে যান ম্যাচের চতুর্থ ওভারেই। ওয়ানডে দলে রনি প্রথমবার ডাক পেয়েছিলেন ৮ বছর আগে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ডাক পেলেও স্কোয়াডে জায়গা পান তিনি। এবার বিপিএলে নজরকাড়া ব্যাটিং করে সমপ্রতি টিটোয়েন্টি দলে ফিরেন তিনি ৭ বছরের বেশি বিরতির পর। এরপর ওয়ানডে দলে তার ডাক পাওয়াটা ছিল কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায়। জাকির হাসান আঙুলের ইনজুরির কারণে ছিটকে পড়েন । তার জায়গায় নেওয়া হয় রনি তালুকদারকে। রনির চেয়ে বেশি বয়সে অভিষেক হয়েছে বাংলাদেশের আরো দুই ক্রিকেটারের। ১৯৮৬ সালের মার্চে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। ৩৬ বছর ২৫৫ দিন বয়সে অভিষেক হয়েছিল পেসার জাহাঙ্গীর শাহ বাদশাহর। ওপেনার রকিবুল হাসান সেই ম্যাচটি খেলতে নেমেছিলেন ৩৩ বছর ৮৯ দিন বয়সে।

সামপ্রতিক অতীতে ৩০ ছুঁয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেকের উদাহরণ ছিল একটিই। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে অভিষেকের সময় ফজলে মাহমুদ চৌধুরির বয়স ছিল ৩০ বছর ২৯৫ দিন। সেবার তার সুযোগটাও এসেছিল সাকিবের ইনরজুরির কারণে। টানা দুই ম্যাচে শূন্য রানে ফেরার পর আর সুযোগ পাননি তিনি। ওয়ানডেতে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের বিশ্বরেকর্ডটি নেদারল্যান্ডসের নোলান ক্লার্কের। ৪৭ বছর ২৪০ দিন বয়সে নিউজিল্যান্ডের বিপক্ষে ওানডে অভিষেক হয়েছিল তার।

পূর্ববর্তী নিবন্ধপ্রীতি লন টেনিস ম্যাচে ঢাকা ক্লাবকে হারালো চিটাগাং ক্লাব
পরবর্তী নিবন্ধমিরপুর স্টেডিয়াম পরিদর্শনে অস্ট্রেলিয়ার মন্ত্রী