শ্রী বলদেব সংঘ চট্টগ্রামের আয়োজনে শ্রীধাম নবদ্বীপ ভারত থেকে আগত নিত্যানন্দ প্রভুর ত্রযোদেশ পুরুষ, প্রভুপাদ শ্রীল রতনকৃষ্ণ গোস্বামীর দুই দিনব্যাপী ভাগবত পাঠ অনুষ্ঠান আগামী ১৪ ও ১৫ জুন সন্ধ্যা ৭টায় চট্টেশ্বরী রোডের
শ্রীকৃষ্ণানন্দ মঠে অনুষ্ঠিত হবে। ১৪ জুন থেকে ১৬ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় দীক্ষা প্রদান করা হবে। অনুষ্ঠানে আগ্রহীদের অংশগ্রহণের জন্য সংঘের সম্পাদক মাস্টার রূপক বসাক অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।