রক্তের ক্যান্সার বিষয়ে সচেতনতায় বৈজ্ঞানিক সেমিনার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

রক্তের ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রাব্বানী। তিনি থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, থ্রম্বোসিসসহ বিভিন্ন রক্তজনিত রোগের কারণ, প্রতিকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল ইসলামের সঞ্চালনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আক্তার সাঈদ। সেমিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিলো জেনপার বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির রিজিওনাল ম্যানেজার শেখ মোহাম্মদ লুৎফর রহমান।

পূর্ববর্তী নিবন্ধনগরীর রাজাখালীতে লায়ন্স ক্লাব চিটাগং মেট্রোপলিটনের চক্ষু শিবির
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন করে আরও ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত