রক্তে ভেজা গৌরবগাথা নাটকের মঞ্চায়ন কাল

| বুধবার , ১ জুন, ২০২২ at ৯:১৫ পূর্বাহ্ণ

 

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ উপলক্ষে মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে পরিবেশ থিয়েটার নাটক ‘রক্তে ভেজা গৌরবগাথাঁ’ আগামীকাল ২ জুন সন্ধ্যায় খাগড়াছড়ির বিসিক মাঠে (জিরো মাইল) মঞ্চায়ন হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং উদ্বোধক থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সুবীর মহাজনের রচনা ও নির্দেশনায় নাটকের পরিবেশনায় থাকবে জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএভারকেয়ারের বিশেষ ছাড়ে সেবা পাবেন ইয়াংওয়ানের কর্মীরা
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে এডমিশন ফেয়ার আজ থেকে শুরু