আগস্ট এলেই ফুলেরা সব
নেতিয়ে পড়ে কেন?
পিতার তরে শোকের ছায়া
ফুলের কান্না যেন।
আগস্ট এলেই কাজল দীঘি
জল উপচে কেন?
পিতার রক্তে ভাসছে দীঘি
সেই কালরাত্রি যেন।
আগস্ট এলেই কোকিল-শ্যামা
গান ভুলছে কেন?
বুকে পরে ভয়াল সে রাত
সুর তুলেছে যেন।
আগস্ট এলেই মায়ের চোখে
অশ্রু নামায় কেন?
তর্জনীতে স্বাধীনতা
আজো মুজিব আঁকেন যেন।