রক্ত শুকিয়ে যাবার পর উদ্ধার হলো ব্যবসায়ীর লাশ

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

নিজের রক্তের উপর পড়ে থাকার একদিন এক রাত পর মীরসরাইয়ে উদ্ধার হলো ব্যবসায়ীর মৃতদেহ। মীরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নে নিজাম উদ্দিন (৭০) নামের ওই ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজারে তার বাসা থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওচমানপুর কাঁচা বাজারের পাশে ফিড ও মসলার ব্যবসা করেন ইউনিয়নের মরগাং এলাকার ছুট্ট মিয়ার ছেলে নিজাম উদ্দিন। গত বুধবার রাতে বাজারের একটি দ্বিতল বিল্ডিংয়ের কক্ষে ঘুমাতে যান তিনি। বৃহস্পতিবার পরিবারের লোকজন তার হদিস না পেয়ে রাত ৯টার দিকে তার ঘরের দরজা ভেঙে কক্ষে ঢুকে দেখে খাট থেকে নিচে উপুড় হয়ে পড়ে আছেন নিজাম। তার স্বজনেরা পুলিশে খবর দিলে সন্ধ্যা নাগাদ পুলিশ রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, নিজাম উদ্দিনের মরদেহ পোস্টমর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পুত্র তানবির হোসেন গতকাল জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনা তদন্ত করে সকল আইনি উদ্যোগ নেয়া হবে। তদন্ত কর্মকর্তা এসআই শীপন চন্দ্র জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, আবার রক্তাক্ত অবস্থায়ই পড়েছিল। তবুও আরো তথ্য সংগ্রহের আগে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধসৈকতজুড়ে আবারও নির্জনতা
পরবর্তী নিবন্ধকরোনায় পেছাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন