রক্ত দিয়ে কেনা

ডি কে বড়ুয়া | শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

এই দেশটায় জন্ম আমার

হলাম আমি ঋণী

এই দেশটা আমার ভাইয়ের

রক্তে নিয়েছি কিনি।

এই দেশটা আমার মায়ের

প্রাণের বাংলা ভাষা

এই দেশটায় জন্ম নিয়েছি

বাঁচিয়া মরিতে আশা।

এই দেশটা আমার বাবার

প্রতীক্ষারই ফসল

এই দেশটা আগের মতো

নয় কনো দুর্বল।

এই দেশটা বীর শহীদের

আত্ন ত্যাগের দান

এই দেশটা আউল বাউল

হাসন রাজার গান।

এই দেশটায় হিন্দু মুসলিম

বৌদ্ধ খৃষ্টানের বাস

এই দেশটা বীরাঙ্গনার

বীরত্বের ইতিহাস।

এই দেশটা বীর বাঙালির

সোনার বাংলা গান

এই দেশটা রক্ষা করতে

করবো জীবন দান।

পূর্ববর্তী নিবন্ধআমার চেতনায় বিজয়
পরবর্তী নিবন্ধবিজয় আমার অহংকার