রংপুর ৭ উইকেটে হারালো হবিগঞ্জকে

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ চট্টগ্রাম পর্বের খেলায় রংপুর জয়লাভ করেছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৭ উইকেটে হবিগঞ্জ জেলাকে পরাজিত করে। টসে জিতে রংপুর প্রথমে ফিল্ডিং করতে নামে। আর শুরুতে ব্যাট করে হবিগঞ্জ ৪৬ ওভার খেলে অলআউট হয়ে যায়। তারা সব উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। হবিগঞ্জের অধিনায়ক শহীদুর রহমানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৫ রান। তিনি ৭৮ বল খেলে ৬টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে রান সংগ্রহ করেন। অন্যদের মধ্যে ওপেনার শরীফ আল হাসান ২২,আবু সুফিয়ান ১৬ এবং জয় হোসেন ১৮ রান করেন। ১৩ রান করে অপরাজিত থাকেন জয় সিনহা। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। রংপুরের পক্ষে রাইসুল ইসলাম এবং হাসিবুল হাসান ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান আসাদুল্লাহ হিল গালিব। জবাবে রংপুর জেলা ২৩.২ ওভার খেলে লক্ষ্যে পৌঁছে যায়। ৩ উইকেট হারিয়ে তারা ১৬৬ রান তুলে নেয়। দলীয় ওপেনার মিম মোসাদ্দেক মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ৫৯ বল খেলে ৯৭ রান তুলে আউট হয়ে যান তিনি। ১১টি চার এবং ৫টি ছক্কা ছিল তার ইনিংসে। অন্যদের মধ্যে ফরহাদ খান ৪১ রান এবং হাসানুজ্জামান ১৫ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১০ রান। হবিগঞ্জের জয় সিনহা ২টি উইকেট লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবার চতুর্থ রাউন্ড সম্পন্ন
পরবর্তী নিবন্ধএপ্রিলে ক্লাব কলেজিয়েট স্পোর্টস কার্নিভ্যাল