রংপুর থেকে প্রকৌশলী ঝুলনকে আবারও চসিকে বদলি

দুর্নীতির অভিযোগ ওঠায় এ প্রকৌশলীকে গ্রহণ করা হবে না : মেয়র

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

আড়াই মাস আগে রংপুর সিটি কর্পোরেশনে বদলি করা প্রকৌশলী ঝুলন কুমার দাশকে আবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) বদলি করা হয়েছে। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরে সড়কবাতি বন্ধের ঘটনায় ‘গাফেলতি’ থাকায় তার বিরদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে চসিককে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এ প্রকৌশলীকে গ্রহণ করবেন না (চসিকে যোগদান করতে না দেয়া) বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

জানা গেছে, গত রোববার একটি অফিস আদেশ জারি করার পাশাপাশি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে একটি চিঠি দেন স্থানীয় সরকার মন্ত্রলায়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ। এর মধ্যে অফিস আদেশে রংপুর সিটি কর্পোরেশনে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে কর্মরত ঝুলন কুমার দাশকে চসিকে বদলি করা হয়। কোনো পদে দায়িত্ব প্রদান না করে প্রশাসনিক কারণে জনস্বার্থে এ বদলি করা হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। এতে মঙ্গলবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়। অন্যথায় বুধবার (গতকাল) থেকে স্ট্যান্ড রিলিজ ( তাৎক্ষণিক বদলি) মর্মে গণ্য করা হবে। এই কর্মকর্তার জ্যেষ্ঠতা, পদোন্নতি ও অবসরোত্তর সুবিধা মূল কর্মস্থল থেকে নির্ধারিত হবে বলেও বদলি একই আদেশে শর্ত দেয়া হয়। এছাড়া চসিকে দেয়া চিঠিতে ঝুলন কুমার দাশ এর নিয়োগকারী কর্তৃপক্ষ চসিক হওয়ায় তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়। এদিকে গতকাল পর্যন্ত চসিকে যোগ দিতে আসেননি ঝুলন কুমার দাশ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা গত ১৩ আগস্ট বিকেলে টাইগারপাস চসিকের প্রধান কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে ঝুলন কুমার দাশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। তাদের দাবি ছিল, ঝুলন কুমার দাশের নির্দেশে সরকার পতনের আন্দোলন চলাকালে ৩ থেকে ৫ আগস্ট শহরের সব সড়ক বাতি বন্ধ রাখা হয়। সড়ক বাতি বন্ধ করে রাতের আঁধারে ছাত্রজনতার ওপর নির্মমভাবে অত্যাচারনির্যাতন চালানো হয়। গুলিবর্ষণও করা হয়। এতে মৃত্যুর ঘটনা ঘটে। তাই ঝুলন কুমার দাশকে বরখাস্ত করার দাবি জানায় তারা।

এ দাবির পরদিন ঝুলন কুমার দাশকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করে চসিক। তবে বরখাস্তের মধ্যেই গত ২৭ সেপ্টেম্বর ঝুলন কুমার দাশকে রংপুর সিটি কর্পোরেশনে বদলি করে মন্ত্রণালয়। বরখাস্ত অবস্থায় তার বদলি নিয়েও তখন নানা প্রশ্ন ওঠে।

এরপর ১৫ অক্টোবর তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। ওইসময় তদন্ত কমিটির সদস্যরা জানান, যখন সড়কবাতি বন্ধ ছিল তখন সড়কের আশেপাশের বাড়িঘর এবং দোকানপাটে লাইট জ্বলছিল। অর্থাৎ পিডিবি বিদ্যুৎ সংযোগ বন্ধ না করলেও বন্ধ ছিল সড়কবাতি। তবে এ ঘটনায় সংস্থাটির বিদ্যুৎ বিভাগের তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশএর সরাসরি সম্পৃক্ততা না পেলেও তার ‘গাফেলতি’ রয়েছে বলে মনে করেন কমিটির সদস্যরা। তদন্ত প্রতিবেদনটি চসিক মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়। সামগ্রিক বিষয়ে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন আজাদীকে বলেন, ঝুলন কুমার দাশকে কর্পোরেশনে যোগদান করাব না। তার বিরুদ্ধে ব্যবস্থ নেব। এটি আমি মন্ত্রণালয়ের একজন এডিশনাল সেক্রেটারিকে মৌখিকভাবে জানিয়েছি। তার বিরুদ্ধে দুর্নীতির প্রচুর অভিযোগ আছে। ছাত্রআন্দোলনের সময় রাতে সড়কবাতি বন্ধ করে দেয়। দুর্বৃত্তরা আমার বাসায় যে রাতে হামলা করে সে রাতেও সড়কবাতি বন্ধ ছিল। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম আজাদীকে বলেন, মূলত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বদলি করা হচ্ছে। এখানে যোগদানের কিছু নেই। তাকে তো কোনো দায়িত্ব দিয়ে বদলি করা হচ্ছে না। আসলে ডিপার্টমেন্টর প্রসিডিউর মেইনটেইন করার জন্য পাঠানো হচ্ছে। তার নিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তাকে শাস্তি দিলে মেয়র মহোদয় দিতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধরান্নায় ব্যস্ত মা, পুকুরে ভাসছিল ছেলের মরদেহ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সিটি মেয়রের বৈধতা নিয়ে রিট খারিজ