রংতুলিতে চবি ছাত্রদলের জুলাই বিপ্লবে নারীর বীরত্ব গাথা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

জুলাই বিপ্লবে নারীদের অংশগ্রহণ ছিল অবিস্মরণীয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের ছাত্রীরা জীবন বাজি রেখে আন্দোলনকে তরান্বিত করেছে এবং বিজয় ছিনিয়ে আনতে রেখেছে মুখ্য ভূমিকা। মেয়েদের বেশ কিছু সাহসী ভূমিকা আলোড়ন সৃষ্টি করে পুরো দেশে যা উৎসাহিত করে বিপ্লবীদের। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা গ্রাফিতির মাধ্যমে তুলে ধরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রী হলের বিভিন্ন দেয়ালে নারীদের সাহসী ভূমিকা তুলে ধরে সম্মান জানায় চবি ছাত্রদলের নেতাকর্মীরা।

গ্রাফিতির মধ্যে স্থান পেয়েছে ২৯ জুলাই জামালখান মোড়ে পুলিশ থেকে আন্দোলনকারী ভাইদের ছিনিয়ে নেওয়ার ঘটনা। যেখানে পাশে লেখা হয় ‘প্রতিটি বোন যদি এভাবেই সুরক্ষার দেয়াল হবে, বাংলার প্রতিটি ভাই সংকটে উঠবে জেগে বিদ্রোহ বিপ্লবে।’ স্থান পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া সানিয়াতকে তার মায়ের কাঁধে হাত রেখে নির্ভয় দেওয়া। যার পাশে লেখা হয় ‘বাংলার প্রতিটি মা সাহসী হয়ে উঠুক, প্রতিটি সন্তান দেশের তরে জীবন বাজি রাখতে শিখুক’। এছাড়া তুলে ধরা হয় ৩১ জুলাই হাইকোর্ট মোড়ে নুসরাতের একাই প্রিজন ভ্যান আটকে দেওয়ার ঘটনা।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় চোরের দায়ের কোপে হাসপাতালে মা-মেয়ে
পরবর্তী নিবন্ধবিদেশি হস্তক্ষেপে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিলো : আইন উপদেষ্টা