রংগীপাড়া একাদশ আয়োজিত রাত্রিকালিন মিনিবার আন্তঃ ফুটবল টুর্নামেন্ট সম্প্রতি পদ্মা আবাসিক এলাকায় শুরু হয়েছে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংগীপাড়া ০১নং সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. ইউছুফ, দিদারুল আলম কন্ট্রাক্টর, মো. জাহাঙ্গীর আলম, মো. ইউনুছ, আবদুল জলিল। সংগঠনের সভাপতি মো. কায়সারের সভাপতিত্বে সুমন সখির সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন তারেক, মাহিন, রাসেল, রেজা প্রমুখ। টুর্নামেন্টে মোট ১৬টি দল লিগভিত্তিক অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে তিনটি খেলা সম্পন্ন হয়।