‘এসো আঁকি, এসো শিখি, ক্লিন বাংলাদেশ গড়ি’ স্লোগানকে ধারণ করে ৮শ’ শিশু–কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ক্লিন বাংলাদেশ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশু–কিশোরদের সৃজনশীলতার বিকাশ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্লিন বাংলাদেশ শনিবার নগরীর গুল এ জার বেগম সিটি করপোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করে। অংশ্রগহণকারীরা রং–তুলির আঁচড়ে পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশের স্বপ্ন ফুটিয়ে তোলে। চবি চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক রুহুল করিম রুমি প্রধান বিচারক এবং চিত্রশিল্পী পিকলু দে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। তিনটি বিভাগের ১০ জন করে ৩০ বিজয়ীর হাতে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন গুল এ জার বেগম স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ, সাংবাদিক শহীদুল্লাহ শাহরিয়ার, চসিক মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শওকত হোসেন জনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লিন বাংলাদেশের সাধারণ সম্পাদক তানভীর রিসাত। প্রেস বিজ্ঞপ্তি।