আরিফ স্যার দিয়েছেন আমার ১২টি রং
১২টি রং ১২ রকম।
লাল, নীল, সবুজ, বেগুনী
লাল রঙের আছে আমার চিরুনি।
গোলাপি, কমলা, হলুদ, কালো
রংগুলো দেখতে খুব ভালো।
বাদামি, জাফরানি, সোনালি, আকাশি
এই ৪টি রং আমি খুব ভালোবাসি।
লাবনী আকতার কবিতা (৩২,১০৭) | বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৩৩ পূর্বাহ্ণ