ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ভার্জিনিয়া জুফ্রের করা মামলা খারিজের আবেদন প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক। বর্তমানে ৩৮ বছর বয়সী জুফ্রের অভিযোগ, কিশোরী থাকাকালে তিনি ডিউক অব ইয়র্কের যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। বুধবার দেওয়া রায়ে মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক লুইস কাপলান বলেছেন, প্রয়াত ধনকুবের জেফরি এপস্টিন যৌনদাসী হিসেবে পাচার করার সময় অ্যান্ড্রু তাকে আঘাত করেছিলেন এবং ইচ্ছাকৃতভাবে মানসিক কষ্ট দিয়েছিলেন-এই অভিযোগ নিয়ে জুফ্রে মামলা চালাতে পারবেন। খবর বিডিনিউজের।
অভিযোগগুলো নিয়ে ‘সন্দেহ পোষণের’ ক্ষেত্রে অ্যান্ড্রুর প্রচেষ্টার মূল্যায়ন করার সময় এখনও হয়নি, তবে ৬১ বছর বয়সী প্রিন্স বিচার চলাকালেও তার প্রচেষ্টা জারি রাখতে পারবেন, ম্যানহাটনের ওই বিচারক এমনটা বলেছেন। ২০০৯ সালে এপস্টিন যেভাবে জুফ্রের সঙ্গে মীমংসায় পৌঁছেছিলেন তা অ্যান্ড্রুকে ‘পরিষ্কার ও দ্ব্যর্থহীনভাবে’ এই ধরনের মামলা থেকে সুরক্ষা দেয় কিনা সে বিষয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত দেওয়া যাবে না, বলেছেন কাপলান।