যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান গয়েশ্বরের

| শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:২২ পূর্বাহ্ণ

প্রায় দুই যুগের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে কটাক্ষ করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল আছে তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় ক্ষমতায় চলে গেছে। তাদের নাম নাই বা বললাম, এই মন্তব্য করে পর মুহূর্তেই বিএনপি নেতা বলেন, তারা নির্যাতিত নিঃসন্দেহে। তবে তারা এ দেশটা স্বাধীন করে নাই, আমরা করছি। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘দেশে বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের করণীয়’ বিষয়ে এক আলোচনায় গয়েশ্বর এসব কথা বলেন। খবর বিডিনিউজের।

অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বিরতিতে যে সংলাপের আয়োজন করছে, তারও বিরোধিতা করেন বিএনপি নেতা। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া এই সরকারের দায়িত্ব আছে বলে আমার মনে হয় না। দেখি মাঝে মধ্যে কিছু লোক যায়আসে। তারা একটু পুলকিত হয় যে, এই সরকারের প্রধান উপদেষ্টার সাথে ছবি তোলে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, ‘আপনার দেখার মতো অবস্থা হয় নাই?’ না দেখাই ভালো। যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন না হলে বিএনপি আন্দোলনে যাবে, এমন ইঙ্গিতও দিয়েছেন গয়েশ্বর। বলেন, আমরা কী চাই? একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিক জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে একটি সংসদ ও সরকার গঠন করবে। এটাই তো বিপ্লবের মূল বক্তব্য। এই কারণে উনাদের মতো (অন্তর্বর্তীকালীন সরকারের) জ্ঞানীগুণী ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন করার জন্য যতটুকু সময় দরকার তা বোঝেন জানিয়ে গয়েশ্বর বলেন, সেই সময়টুকু আমরা দেব। সেই সময়টা অতিক্রান্ত হলে জনগণনির্ভর বিএনপি জিয়াউর রহমানের দল তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই ঘরে বসে চিনাবাদাম খাবে না। আপাতত আমরা আলহামদুলিল্লাহ বলতে থাকি। কিছুদিন দেখি। ‘তারপর যা করিয়াছি অতীতে, ভবিষ্যতেও তাই করিব।’

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াজ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ফ্যামিলি কার্ড ছাড়াই টিসিবির পণ্য বিক্রি শুরু