যেসব সংস্কারে মতৈক্য হয়েছে, কমিশনের উচিত প্রকাশ করা : খসরু

| বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ‘সরকারের ওপর চাপ’ সৃষ্টি করতে মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গতকাল বুধবার গণফোরাম ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনএনডিএমের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এদিন বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলাদাভাবে এই দুই দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। খবর বিডিনিউজের।

পরে আমীর খসরু সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছি আমাদের শরিক ও মিত্র দলগুলোর সঙ্গে। সবার একটাই কথা নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির সরকার হওয়া জরুরি। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রস্তাব ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। খুব সহজেই যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে, এখন কমিশনের উচিত সেটা জনসমক্ষে তুলে ধরা। কেন তা করা হচ্ছে না, এটাই হচ্ছে সবার প্রশ্ন। এর ফলে মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে নির্বাচন ও সংস্কার নিয়ে। গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী ও এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করেন। এখন পর্য়ন্ত বিএনপি ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, সিপিবি, বাসদ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে।

পূর্ববর্তী নিবন্ধআগস্টেই নতুন ভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করবে ওয়াসা
পরবর্তী নিবন্ধস্ত্রীকে বালিশচাপায় হত্যা : স্বামী গ্রেপ্তার